নড়াইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ২২ সদস্যের মধ্যে চার কর্মকর্তাসহ ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ১ জুন প্রথম এই ফাঁড়ির একজনের করোনা সংক্রমণ ধরা পড়ে। সর্বশেষ বৃহস্পতিবার ফাঁড়ির দুই কর্মকর্তার করোনা শনাক্ত হয়। ফাঁড়িটি যশোর সড়কের নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় স্থাপিত।
পুলিশ ফাঁড়ির পরিদর্শক নিতিবিকাশ দত্ত প্রথম আলোকে বলেন, এই ফাঁড়িতে মোট ২২ জন কর্মরত। এর মধ্যে দুজন কর্মকর্তাসহ ১৪ জন কোভিডে আক্রান্ত। তাঁদের মধ্যে ১৩ জন ফাঁড়ির এক প্রান্তে আইসোলেশনে আছেন। একজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনায় সংক্রমিত সবাই সুস্থ আছেন বলে জানান এই কর্মকর্তা।
নিতিবিকাশ দত্ত আরও জানান, বেশির ভাগ পুলিশ সদস্য করোনায় সংক্রমিত হওয়ায় সীমিত জনবল দিয়েই ফাঁড়ির কার্যক্রম চলছে। বিষয়টি হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্তমানে জেলায় ১৪ জন হাইওয়ে পুলিশ, আটজন চিকিৎসক, একজন ব্যাংক কর্মকর্তাসহ ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত আট চিকিৎসকসহ সুস্থ হয়েছেন ২০ জন। ৩০ জন চিকিৎসাসেবা নিচ্ছেন। সংক্রমিতদের মধ্যে মারা গেছেন দুজন। এই দুজনের বাড়িই কালিয়া উপজেলার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নে।
[ad_2]
Source link