Homeবিনোদন খুলনায় এক দিনে সর্বোচ্চ ৪৫ জনের করোনা শনাক্ত byIRFAN H •June 14, 2020 0 [ad_1]খুলনা জেলায় এক দিনে সর্বোচ্চ ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৭। শনিবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।[ad_2]Source link Tags: বিনোদন