সেরাদের মধ্যে ৫-এ মুশফিক

[ad_1]

ব্যাট হাতে সময়ের সেরাদেরই একজন মুশফিক। ছবি: প্রথম আলোশুধু টি-টোয়েন্টিতেই তেমন বাড়েনি। ক্যারিয়ার গড় ২০.০৩, আর শুধু গত পাঁচ বছরের হিসাব করলে গড়টা দাঁড়ায় ২০.৫৪। এর বাইরে টেস্ট বলুন আর ওয়ানডে—গত পাঁচ বছরের মুশফিকুর রহিম যেন অন্য ধাতুতে গড়া।


প্রমাণ পরিসংখ্যানই দেবে। ওয়ানডেতে ক্যারিয়ার গড় যেখানে ৩৬.৩১, গত পাঁচ বছরে তা ৪৭.২২। সাত ওয়ানডে সেঞ্চুরির চারটিও এ সময়েই। টেস্টে ৩৬.৭৭ গড়টাই শুধু গত পাঁচ বছরের হিসাবে হয়ে যায় ৪৫.৩১। এখানেও সাত সেঞ্চুরির চারটি এ সময়েই। তিনটি ডাবল সেঞ্চুরির দুটিও এসেছে এই পাঁচ বছরেই।


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের তালিকাতেও মুশফিক আছেন ওপরের দিকেই। টেস্টে তো বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাঁরই (৪৪১৩), ওয়ানডেতেও সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তামিম ও সাকিবের পরই মুশফিক (৬১৭৪)।


এ তো গেল বাংলাদেশের হিসাব, ওয়ানডেতে বিশ্ব ক্রিকেটেই উইকেটকিপার-ব্যাটসম্যানদের তালিকায় মুশফিকের স্থান কত নম্বরে? তাঁর উইকেটকিপিং নিয়ে মাঝেমধ্যেই প্রশ্ন উঠলেও মুশফিক যে ব্যাটসম্যান হিসেবে এ মুহূর্তে বিশ্বের সেরাদেরই একজন, তা নিয়ে সংশয় সম্ভবত কমই। বিশ্বের উইকেটকিপার-ব্যাটসম্যানদের ক্যারিয়ার রানের তালিকাও বলছে, সেখানে মুশফিকের নাম আছে ওপরের দিকেই।


ক্রীড়া সাময়িকী উইজডেন ক্যারিয়ারে অন্তত দুই হাজার রান আছে, এমন উইকেটকিপার-ব্যাটসম্যানদের তালিকা করেছে। তাতে ২৩ জন ক্রিকেটারের নাম এসেছে। এর মধ্যে প্রায় সবাই বিশেষজ্ঞ উইকেটকিপার হলেও এবি ডি ভিলিয়ার্স-রাহুল দ্রাবিড়ের মতো অনেকে শুধু অল্প কিছু ম্যাচই খেলেছেন উইকেটের পেছনে গ্লাভস হাতে। অর্থাৎ উইকেটকিপার হিসেবে খেলেছেন, এমন ম্যাচগুলোকেই হিসাবে আনা হয়েছে। যে কারণে মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারে রান ৬১৭৪ হলেও শুধু উইকেটকিপার হিসেবে খেলেছেন, এমন ম্যাচের হিসাবে তা দাঁড়ায় ৫৬৩৩। এবি ডি ভিলিয়ার্সের রান এই হিসাবে যেমন ২৯৬৩।


তা এই তালিকায় ১০ হাজারের ওপরে রান মাত্র দুজনের—কুমার সাঙ্গাকারা (১৩৩৪১) ও মহেন্দ্র সিং ধোনি (১০৭৭৩)। তালিকায় মুশফিকের অবস্থান? পাঁচ নম্বরে। সাঙ্গাকারা-ধোনি ছাড়া তাঁর ওপরে আছেন শুধু অ্যাডাম গিলক্রিস্ট (৯৪১০) ও অ্যান্ডি ফ্লাওয়ার (৫৮৪৫)।


তালিকাটা ওয়ানডেতে চার হাজার রান করা ব্যাটসম্যানদের নিয়ে হলে তাতে ঠাঁই হয় মাত্র ৯ জনের। কারা সেই নয়জন?
রান    ক্রিকেটার


১৩৩৪১ কুমার সাঙ্গাকারা
১০৭৭৩ মহেন্দ্র সিং ধোনি
৯৪১০  অ্যাডাম গিলক্রিস্ট
৫৮৪৫  অ্যান্ডি ফ্লাওয়ার
৫৬৩৩  মুশফিকুর রহিম
৫১৩২  কুইন্টন ডি কক
৪৬৮০  মার্ক বাউচার
৪০৫৭  ব্রেন্ডন ম্যাককালাম
৪০১৭  অ্যালেক স্টুয়ার্ট



[ad_2]

Source link
IRFAN H

Hi, This is IrfanH I love to travel and passing by gossip with friends.

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post
);