ভেদাভেদ ভুলে আফ্রিদির সুস্থতা চাইলেন গম্ভীর

[ad_1]

গৌতম গম্ভীর ও শহীদ আফ্রিদি। ছবি: টুইটার


নিজের ফাউন্ডেশনের মাধ্যমে করোনা রোগীদের সাহায্য ও পুনর্বাসনের কাজ করে যাচ্ছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তিনি নিজেই এখন ভাইরাসে আক্রান্ত। তাঁর সুস্থাস্থ্য কামনা করেছেন গৌতম গম্ভীর


পাওলো দিবালা, মিকেল আরতেতা, ব্রেন্ডান রজার্স, ক্যালাম হাডসন-অদয়, ব্লেইজ মাতুইদি, দানিয়েলে রুগানি ছাড়াও অনেকেই আছেন।


করোনাভাইরাসে আক্রান্ত ফুটবল-সংশ্লিষ্ট তারকাদের সংখ্যা বেশি হলেও সে তুলনায় ক্রিকেট সংশ্লিষ্ট মানুষজন আক্রান্ত হয়েছেন সামান্যই। আর এই সামান্যসংখ্যক তারকাদের মধ্যে সবচেয়ে বেশি জ্বলজ্বল করছে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির নাম। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদি নিজেই জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার খবর।


খবরটা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থান ভক্ত-সমর্থক ও ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিরা আফ্রিদির প্রতি সহমর্মিতা প্রকাশ করা শুরু করেন। এই তালিকায় নাম লিখিয়েছেন আফ্রিদির সবচেয়ে বড় সমালোচক, ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ওপেনার গৌতম গম্ভীরও।


আফ্রিদির সঙ্গে গম্ভীরের ‘শত্রুতা’ আজকের নয়। খেলোয়াড়ি জীবনে মাঠেই অনেক সময় লেগে যেত দুজনের মধ্যে। নিজের আত্মজীবনী ‘গেম চেঞ্জার’–এ চাঁছাছোলা ভাষায় গম্ভীরের সমালোচনা করেছিলেন আফ্রিদি। ভারতীয় ওপেনারকে ‘ব্যক্তিত্বহীন’ হিসেবে আখ্যা দিয়েছিলেন। জবাবে গম্ভীরও কম যাননি। আফ্রিদিকে মানসিক চিকিৎসা নিতে বলেছিলেন এই তারকা। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে মিথ্যাবাদী, সুযোগসন্ধানী ও বিশ্বাসঘাতক বলেও আখ্যা দিয়েছিলেন গম্ভীর।


তবে ‘শত্রু’র এই দুর্দিনে রাগ পুষে রাখছেন না গম্ভীর। অন্তত তাঁর কথা শুনে এটাই মনে হয়েছে। ‘সালাম ক্রিকেট ২০২০’ শীর্ষক সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন, ‘কেউ এই ভাইরাসে আক্রান্ত হোক, সেটা আমি চাইব না। রাজনৈতিক মতাদর্শের দিক দিয়ে আফ্রিদির সঙ্গে আমার পার্থক্য থাকতে পারে, কিন্তু আমি চাই ও দ্রুততর সময়ে সুস্থ হয়ে উঠুক। তবে আফ্রিদির চেয়েও বেশি আমি চাই আমার দেশের মানুষদের সুস্থতা, যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।’


আফ্রিদির জন্য প্রার্থনা করছেন পাকিস্তানের কোচ ও আফ্রিদির সাবেক সতীর্থ মিসবাহ উল হকও। তিনি বলেছেন, ‘আমার প্রার্থনা ও শুভকামনা আফ্রিদির প্রতি। আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। পাকিস্তানের বালুচিস্তান ও উত্তরাঞ্চলে ও অনেক দাতব্য কাজ চালিয়ে যাচ্ছে। এই জটিল পরিস্থিতিতে ও গরীব মানুষদের সাহায্য করে যাচ্ছে।’


সাবেক পাকিস্তানি অধিনায়কের কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার খবরে মন খারাপ হয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান তারকা মুশফিকুর রহিমেরও। মুশফিক টুইট করেছেন, ‘ভাই, আপনার খবরটা জেনে খুবই খারাপ লাগছে। আল্লাহ আপনাকে দ্রুত সারিয়ে তুলুন। আমার ভাইয়ের জন্য আপনারা প্লিজ প্রার্থনা করুন। তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। আশা করি, আপনি ঠিক হয়ে যাবেন।’



[ad_2]

Source link
IRFAN H

Hi, This is IrfanH I love to travel and passing by gossip with friends.

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post