করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সরকারের মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক মো. ফখরুল কবির মারা গেছেন। তিনি যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফখরুল কবিরের মৃত্যু হয়। আজ মঙ্গলবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জুন মাসের প্রথম সপ্তাহে ফখরুল কবির করোনায় সংক্রমিত হন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার তাঁকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
ফখরুল কবিরের স্ত্রীও করোনায় সংক্রমিত হয়েছেন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা ফখরুল কবির। তিনি যুগ্ম সচিব পদমর্যাদায় মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালকের দায়িত্ব ছিলেন।
ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও সচিব কাজী রওশন আক্তার।
[ad_2]
Source link