‘সরল মনে বললেও বর্ণবাদী মন্তব্য কখনোই নয়’

[ad_1]

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। ছবি: এএফপিবর্ণবাদ নিয়ে ড্যারেন স্যামির মন্তব্য ঝড় তুলেছে। এবার পাকিস্তানের সাবেক সরফরাজ আহমেদকে নিয়ে মুখ খুলেছেন স্যামি। না, নতুন কিছু নয়। নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে সরফরাজের একটি বর্ণবাদী মন্তব্যের উদাহরণ টেনেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক।


ক্রিকইনফোয় সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন স্যামি। আলাপচারিতায় সিংহভাগ ছিল বর্ণবাদ নিয়ে। যুক্তরাস্ট্রের ৪৬ বছর বয়সী কৃঞ্চাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে প্রতিবাদের ঝড় ওঠার পর মুখ খোলেন স্যামি। আইপিএল খেলার সময় নিজেও বর্ণবাদের শিকার হয়েছেন বলে জানান তিনি।এতদিন পর বিষয়টা বুঝতে পেরেছেন। সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় অনেকে তাঁকে ডাকতেন 'কালু' বলে।



সাক্ষাৎকারে এ নিয়ে স্যামি জানিয়েছেন, হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি দলে যাঁদের বিরুদ্ধে তিনি এ অভিযোগ তুলেছিলেন তাঁদের মধ্যে একজন ফোনে বিষয়টি পরিষ্কার করেছেন।  'আমার ভাইয়েরা ভালোবাসার জায়গা থেকে বলেছে। আমি তাদের বিশ্বাস করি' সাক্ষাৎকারে বলেন এ অলরাউন্ডার।



এরপর বর্ণবাদ নিয়ে নিজের অবস্থান বোঝাতে সরফরাজের প্রসঙ্গ তোলেন স্যামি। গত বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে আন্দিলে ফিকোয়ার প্রতি বর্ণবাদী মন্তব্য করেন সরফরাজ। এ জন্য তিনি শাস্তিও পান। ক্ষমা চেয়েছিলেন নিজ থেকে। স্যামি বলেন, সরফরাজের মতো ঘটনা এড়িয়ে যাওয়া উচিত সব ক্রিকেটারের।



'শুনেছিলাম সরফরাজ বর্ণবাদী মন্তব্য করেছে। ঘটনাটা নিয়ে তেমন জানি না।জানতাম না এটা সেই শব্দ যা সে তখন বলেছিল। জানি সে ক্ষমা চেয়েছে। যে কারণে এখন এটা নিয়ে বলছি। হয় আপনি এটা বোঝাননি অথবা এখনই থামতে হবে। এ কারণে ড্রেসিং রুমে আমি সবার সঙ্গে কথা বলতে চাই এটা নিয়ে। সরফরাজ সরল মনে বললেও বর্ণবাদী যেকোনো মন্তব্য থেকে দূরে থাকতে হবে।আসুন সবাই তেমন কিছু এড়িয়ে যাই। অপমানজনক মনে হতে পারে, এমন কোনো কথা বলাই উচিত নয়।' বললেন স্যামি।



সেই ওয়ানডেতে ফিকোয়াকে 'আবে কালে' বলে সম্বোধন করেছিলেন সরফরাজ। স্যামির গায়ের কালো রং বুঝিয়ে এ মন্তব্য করেছিলেন তিনি। এ শব্দের অর্থ তখন জানতেন কী না সে প্রসঙ্গে স্যামি বলেছেন, 'জানতাম, তবে আমার কাছে এটার অর্থ ছিল শক্তিশালী। যখনই জেনেছি এটার মানে অন্য কিছু খুব রাগ লেগেছে।'



[ad_2]

Source link
IRFAN H

Hi, This is IrfanH I love to travel and passing by gossip with friends.

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post