টেস্ট থেকে লাভের চিন্তা বাদ দিতে বললেন সাঙ্গাকারা

[ad_1]

টেস্ট ক্রিকেটে নিঃস্বার্থ ভাবে বিনিয়োগ করতে বললেন কুমার সাঙ্গাকারা। ফাইল ছবি


শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও এমসিসির সভাপতি কুমার সাঙ্গাকারা মনে করেন লাভ না হলেও টেস্ট ক্রিকেটে বিনিয়োগ করে যেতে হবে


ক্রিকেটে এখন টি–টোয়েন্টির যুগ। ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি লিগগুলো ক্রিকেটে টেনে এনেছে বিপুল অর্থ। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। আন্তর্জাতিক ক্রিকেটের নবতম সংস্করণটা আয়োজন মানেই ক্রিকেট বোর্ডগুলোর ব্যাংক হিসাব ফুলে ওঠা। এমন সময়ে টেস্ট ক্রিকেটকে লড়তে হচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখতে। কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া টেস্টে ক্রিকেটে অর্থের সমাগম নেই বললেই চলে। অর্থের ঝনঝনানির এই যুগে তেমন কোনো টাকা–পয়সা আয় ছাড়া কীভাবে টিকে থাকবে টেস্ট ক্রিকেট?


শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা বললেন টেস্ট ক্রিকেটটাকে নিজের মতো চলতে দিলেই টিকে থাকবে। একুশ শতকের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলোকে পরামর্শ দিলেন টেস্ট ক্রিকেটকে 'ক্যাশ কাউ' বা নিশ্চিত আয়ের উৎস না ভাবতে। তিনি বরং বোর্ডগুলোকে বললেন লাভের দিকে না তাঁকিয়ে টেস্ট ক্রিকেটে বেশি বেশি বিনিয়োগ করতে।


ব্রিটেনের স্কাই স্পোর্টস ক্রিকেটের ইউটিউব চ্যানেলে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইক আথারটনের সঙ্গে কথা বলেছেন সাঙ্গাকারা। সেখানেই টেস্ট ক্রিকেটের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বর্তমানে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বর্তমান সভাপতি, 'আপনি যদি টেস্ট ক্রিকেটকে ক্যাশ কাউ (নিশ্চিত আয়ের উৎস) ভাবেন, আমার মনে হয় না ব্যাপারটা ফলপ্রসু হবে। অর্থনৈতিকভাবে এটা কাজের কিছু হবে না।'


৩৮টি টেস্ট সেঞ্চুরির মালিক ভাবছেন টেস্ট ক্রিকেটকে বাঁচাতে সবচেয়ে জরুরী হলো মানসিকতার পরিবর্তন, 'আমরা যদি কোনো আমেরিকান কিংবা ক্রিকেট নিয়ে ধারণা নেই এমন কারও কাছে এটাকে বিপনন করার চেষ্টা করি তবে তাঁদের কাছে টেস্ট ক্রিকেটকে কোনো খেলাই মনে নাও হতে পারে। টেস্ট ক্রিকেট নিয়ে তাঁদের ধারণা বদলানোর চেষ্টা না করে আমাদের উচিৎ আমরা টেস্ট ক্রিকেটকে কীভাবে দেখি সেই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের। সবাই তো অ্যাশেজের মতো গ্যালারিভর্তি দর্শকের সিরিজ পাবে না।'


সাঙ্গাকারা মনে করেন টেস্ট ক্রিকেটকে বাঁচাতে নতুন নতুন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে হবে, 'কীভাবে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে দলগুলো তা নিয়ে আলোচনা হওয়া উচিৎ। অবশ্য আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে নিয়ে কী বলবেন। বাংলাদেশ যদিও আজকাল ভালো খেলছে তবে তা শুধু সীমিত ওভারের ক্রিকেটেই। তাহলে আমাদের কী করা উচিৎ? আমরা কি এই ব্যাপারটা ভুলে থাকব? দুই স্তরের টেস্ট ক্রিকেট, টেস্ট চ্যাম্পিয়নশিপ, যা দরকার হয় তাই করতে হবে। তবে এগুলো কাজ না করলেও এটাকে (টেস্ট) বাঁচিয়ে রাখতে হবে। টাকা–পয়সা ঢালতেই হবে।'


 



[ad_2]

Source link
IRFAN H

Hi, This is IrfanH I love to travel and passing by gossip with friends.

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post