১৪ দল সংহত করতে মোহাম্মদ নাসিমের ভূমিকা ছিল অনন্য: তথ্যমন্ত্রী

[ad_1]

হাছান মাহমুদ (ফাইল ছবি) তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলকে সংহত করতে মোহাম্মদ নাসিমের ভূমিকা ছিল অনন্য। তাঁর মৃত্যু দেশ, রাজনীতি ও একই সঙ্গে আওয়ামী লীগের জন্য অপূরণীয় ক্ষতি।


তথ্যমন্ত্রী বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন।


হাছান মাহমুদ বলেন, ‘আমাদের নেতা সবার শ্রদ্ধাভাজন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম যে শুধু আমাদের দলের নেতা বা সাবেক মন্ত্রী ছিলেন তা নয়; তিনি দেশের প্রথিতযশা রাজনীতিবিদ ছিলেন এবং তাঁর মৃত্যু দেশ, রাজনীতি ও একই সঙ্গে আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মৃত্যুতে আমরা একজন একনিষ্ঠ কর্মী, নেতা ও আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনকে হারিয়েছি।’

তথ্যমন্ত্রী এ সময় সদ্যপ্রয়াত ধর্ম প্রতিমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আপনারা জানেন, গত রাতে হঠাৎ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ইন্তেকাল করেছেন।’ প্রয়াত প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহকে আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা হিসেবে বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘তিনি ছাত্রজীবন থেকে রাজনীতি করে এসেছেন ও দীর্ঘদিন গোপালগঞ্জ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুও আমাদের দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি।’


‘প্রকৃতপক্ষে একই দিনে আমরা আমাদের দুজন নেতাকে হারালাম, যা অত্যন্ত বেদনাদায়ক এবং এ বেদনা ঢেকে রাখা সম্ভব নয়’, বলেন হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের সদ্যপ্রয়াত স্ত্রী এবং সম্প্রতি মৃত্যুবরণকারী সবার আত্মার শান্তি কামনা করেন।



[ad_2]

Source link
IRFAN H

Hi, This is IrfanH I love to travel and passing by gossip with friends.

Post a Comment

Please do not enter any spam link in the comment box

Previous Post Next Post