পটুয়াখালীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একজন ব্যাংক কর্মকর্তার (৫৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে শহরের কালিকাপুর এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত ব্যাংক কর্মকর্তার এক সহকর্মী জানান, গত রোববার সকালে কর্মস্থল আসেন ওই ব্যক্তি। তখন তাঁর জ্বর ও শ্বাসকষ্ট ছিল। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন তাঁকে নিজ বাসায় পাঠিয়ে দেওয়া হয়। বাসায় গিয়ে তিনি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার রাতে তিনি জানিয়েছিলেন, এখন তিনি সুস্থ আছেন। কিন্তু বৃহস্পতিবার ভোরে তাঁর শ্বাসকষ্ট বেড়ে হয়। একপর্যায়ে তিনি মারা যান।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ওই ব্যক্তি কয়েক দিন ধরে জ্বর-শ্বাসকষ্টে ভুগছিলেন। যেহেতু ওই ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, তাই তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। কোভিড-১৯ প্রটোকল অনুয়ায়ী মৃত ব্যক্তিকে দাফন করা হবে। তাঁর শরীরে করোনার সংক্রমণ হয়েছিল কি না তা নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর নিশ্চিত হওয়া যাবে।
[ad_2]
Source link